- আন্তর্জাতিক
- আগ্নেয়াস্ত্রসহ আটক চার ভারতীয় কারাগারে
আগ্নেয়াস্ত্রসহ আটক চার ভারতীয় কারাগারে

মৌলভীবাজারের কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক চার ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে কমলগঞ্জ থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে আটকদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবি তাদের আটক করে।
আটকরা হলো- ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াংয়ের ছেলে সতিন্দ্র রিয়াং, ফটিকরায় থানার ডিসন কলোনি এলাকার পুষ্পরাম রিয়াংয়ের ছেলে নিরঞ্জ রিয়াং, বীরেন্ড রিয়াংয়ের ছেলে সম্রাট রিয়াং ও রাজেন্দ্র রিয়াংয়ের ছেলে সুমিরন রিয়াং। এ সময় আরও দু'জন পালিয়ে যায়। তারা হলো জয়ন্ত রিয়াং ও তৈশা রিয়াং।
জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে কয়েক যুবককে ঘুরতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানান। সুলেমান বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবগত করেন। বিকেলে সশস্ত্র ওই ভারতীয়দের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
ওই ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আটকদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ছয়টি একনলা বন্দুকসহ চার ভারতীয়কে আটকের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে আটকদের মৌলভীবাজারের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন