ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ও সময় ঘোষণা করা হয়েছে। আম আদমি পার্টি (আপ) এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সাংবাদিক ইসুদান গড়বিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে।

৪০ বছর বয়সী এ সাংবাদিক গত বছর জুন মাসেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেন। খবর এনডিটিভির। 

এর আগে আগেভাগে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নিয়ে সাফল্য পেয়েছিলেন কেজরিওয়াল, গুজরাটেও তেমনটাই আশা করছে দলটি। ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে বিনা মূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আম আদমি পার্টি।

রাজনীতিতে ইসুদান গড়বি বড় কোনো নাম না হলেও স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে গুজরাটে পরিচিত ইসুদান। একসময় ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যালেন দুরদর্শনে কাজ করেছেন। নিউজ অ্যাঙ্কর হিসেবেও ছিলেন জনপ্রিয়। ‘যোজনা’ নামে দূরদর্শনের একটি শোর মধ্য দিয়ে পেশাদারি জীবন শুরু ইসুদানের। পরে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইটিভি গুজরাটির হয়ে অনফিল্ড সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। অবৈধ গাছ কাটার কোটি কোটি রুপির দুর্নীতির খোঁজ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। 

দ্বারকা জেলার এক সমৃদ্ধ কৃষক পরিবারে জন্ম ইসুদান গড়রি। গড়বি জাতি গুজরাটে অন্যান্য পিছিয়ে থাকা জাতি বা ওবিসির অন্তর্ভুক্ত। গুজরাটের ভোটারদের মধ্য ৪৮ শতাংশই ওবিসির। গড়বির নিজস্ব জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাঁর জাতিপরিচয়ও গুজরাটে আপের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

গুজরাট রাজ্য বিধানসভার ভোট হবে দুই দফায়। প্রথম দফার ভোট আগামী ১ ডিসেম্বর, দ্বিতীয় দফার ৫ ডিসেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।