- আন্তর্জাতিক
- মাহসা আমিনির বাবার সাক্ষাৎকার নেওয়া নারী সাংবাদিক গ্রেপ্তার
মাহসা আমিনির বাবার সাক্ষাৎকার নেওয়া নারী সাংবাদিক গ্রেপ্তার

তেহরানভিত্তিক সাংবাদিক নাজিলা মারুফিয়ানকে গত রোববার গ্রেপ্তার করা হয়
ইরানের নিরাপত্তাবাহিনীর হেফাজতে নিহত হওয়া তরুণী মাহসা আমিনির বাবার সাক্ষাৎকার নেওয়া এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের কুর্দিস্তানে মানবাধিকার নিয়ে কাজ করা নরওয়েভিত্তিক সংস্থা হেনগাও গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
তেহরানভিত্তিক সাংবাদিক নাজিলা মারুফিয়ানকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। সাংবাদিক নাজিলার বাড়িও মাহসা আমিনির এলাকা কুর্দিস্তান প্রদেশের সাকেজে।
তেহরানে আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে নাজিলা মারুফিয়ানকে রাজধানীর এভিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও পরিবারের সঙ্গে নাজিলা মারুফিয়ানের কথোপকথনের অডিও রেকর্ড শুনে এসব তথ্য জানিয়েছে।
নাজিলা মারুফিয়ান রুয়দাদ ২৪ নামের সংবাদ পোর্টালে কাজ করেন। গত ১৯ অক্টোবর তিনি মাহসা আমিনির বাবার সঙ্গে সাক্ষাৎকারটি মোস্তাগেল অনলাইন নামের সংবাদ পোর্টালে প্রকাশ করেন। পরিবারের লোকজন তাঁকে এ সাক্ষাৎকার প্রকাশ করতে মানা করেছিলেন। তবুও তিনি তা প্রকাশের সিদ্ধান্ত নেন। পরে মোস্তাগেল অনলাইন যদিও সাক্ষাৎকারটি তাদের সাইট থেকে মুছে দেয়। তবে ক্যাশ সার্ভিস থেকে দেখা যায়, সাক্ষাৎকারে মাহসা আমিনির বাবা বলেছেন, তাঁর মেয়ের শারীরিক কোনো সমস্যা ছিল না।
নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে হাসপাতালের শয্যায় মৃত্যুর আগে তিন দিন কোমায় ছিলেন মাহসা আমিনি। শার্গ নামের সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন করেন সাংবাদিক নিলুফার হামিদি। তাঁকে ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পরিবার।
এ ছাড়া মাহসা আমিনির দাফন কাভার করতে কুর্দিস্তানের সাকেজে যাওয়া সাংবাদিক এলাহে মোহাম্মাদিও গ্রেপ্তার হন। তিনি হাম মিহান নামের সংবাদপত্রে কাজ করেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরুর পর অন্তত ৫৪ সাংবাদিকদে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের মতো জামিনে ছাড়া পেয়েছেন। সূত্র: এএফপি, আল-আরাবিয়া
মন্তব্য করুন