- আন্তর্জাতিক
- ইস্তাম্বুলের বিস্ফোরণে নিহত বেড়ে ৮
ইস্তাম্বুলের বিস্ফোরণে নিহত বেড়ে ৮

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে বিস্ফোরণের পর পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি- এপি।
তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৮১ জন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গ্রেপ্তার ব্যক্তি তুরস্কের বৃহত্তম শহরের ব্যস্ত রাস্তায় বোম রেখে যান, যা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
রোববারের ওই বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেন তিনি। সুলেমান বলেন, প্রাণঘাতী এই সন্ত্রাসী হামলার আদেশ উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করছি, যেখানে গ্রুপটির সিরিয়ার সদর দপ্তর রয়েছে।
তিনি বলেন, যারা এই হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন বলে তখন জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বিস্ফোরণের পর ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়।
এখনো কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
মন্তব্য করুন