যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ১১ অঙ্গরাজ্য। অভিবাসন আইন আরো জটিল হবার কারণে বিভিন্ন স্টেটে, কাউন্টিতে ও সিটিতে সিদ্ধান্ত, নীতি ও কর্মসূচি ভিন্ন ভিন্ন। নিরাপদ অঙ্গরাজ্য বা স্টেট হচ্ছে ১১টি।

অবৈধ অভিবাসীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, কলারাডো, ওয়াশিংটন ও অরিগন। তাছাড়া ১৮০টি সিটি ও কাউন্টির মধ্যে রয়েছে- বোস্টন, শিকাগো, ডেনবার, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকো। এ শহরগুলো ইমিগ্র্যান্টদের জন্য নিরাপদ স্থান। ১৮টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া অবৈধ ইমিগ্র্যান্টদের ড্রাইভিং লাইসেন্স দেয়ার আইন করেছে। পাঁচটি স্টেট ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ইলিনয়, উটাহ ও নিউইয়র্ক অবৈধদের আইডি কার্ড দিয়েছে। 

দেশের আইনসভা ও নির্বাহী কর্তৃত্বই শুধু নয়, দেশের বিচার বিভাগও এখন অবৈধ ইমিগ্র্যান্ট নিয়ে কসরত করছে। আমেরিকার ফেডারেল কোর্টেও এ নিয়ে মামলার রাশ অনেক বেশি। ব্যাকলগে রয়েছে ১.৪ মিলিয়ন মামলা। সেখানে কোনো কোনো মামলার আবেদনকারীদের চার বছরের বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে অবৈধভাবে বসবাসকারী ইমিগ্র্যান্টের সংখ্যা এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়নের বেশি।




--