কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস করার অভিযোগ এনে তার কঠোর সমালোচনা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি ট্রুডোকে উদ্দেশ করে বলেন, বৈঠকের বিষয় ফাঁস করা অনুচিত। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর 'আন্তরিকতার' অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।

এর আগে জি২০ সম্মেলনের ফাঁকে চীন ও কানাডার দুই শীর্ষনেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। এটি ছিল কয়েক বছরের মধ্যে দুই নেতার প্রথম বৈঠক। বৈঠকের পরে ট্রুডো গণমাধ্যমকে জানান, শি-র সঙ্গে বৈঠকে চীনের কথিত গুপ্তচরবৃত্তি এবং কানাডার নির্বাচনে হস্তক্ষেপের কথা তুলেছেন তিনি।

এ কারণেই হয়তো চীনা প্রেসিডেন্ট বিরক্ত হয়ে কানাডার প্রধানমন্ত্রীকে ভর্ৎসনা করেছেন। কানাডার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে ইন্দোনেশিয়ার বালিতে শি ও ট্রুডোকে মুখোমুখি দাঁড়িয়ে দোষাভীর মাধ্যমে কথা বলতে দেখা গেছে।

শি-র অভিযোগের পর হাসিমুখে ট্রুডো বলেন, কানাডায় আমরা অবাধ, মুক্ত ও খোলামেলা আলোচনায় বিশ্বাস করি এবং আমাদের এটি চালিয়ে যেতে হবে। আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু এমন অনেক কিছুই থাকবে, যা নিয়ে আমরা একমত হবো না।

কানাডার প্রধানমন্ত্রীর কথা শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি যেন আগে 'পরিবেশটা ঠিক করেন।' এর পর তিনি ট্রুডোর সঙ্গে হাত মিলিয়ে চলে যান।

এদিকে, জি২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার জি২০ সম্মেলনের নৈশ আহারে মোদি নিজেই শি-কে দেখে উঠে গিয়ে হাত মেলান। হাসি মুখে তাঁরা কথাও বলেন। আর এতেই বেজায় চটেছে মোদিবিরোধীরা। কংগ্রেস নেতাদের প্রশ্ন, চীনকে যে মোদির 'লাল চোখ' দেখানোর কথা ছিল, তার কী হলো?

তবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, শুধু এটুকুই বলব, নৈশভোজ শেষে দু'জনের সৌজন্য বিনিময় হয়েছে।