ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া। দেশটির সাধারণ নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। খবর বিবিসি ও আলজাজিরার।

গত শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। গতকাল রোববার ভোরে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় নিশ্চিত করেছে। তাদের পরে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের মালেভিত্তিক দল পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি আসনে জয় পেয়েছে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের দল ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল (বিএন) মাত্র ৩০টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২২২টি আসনের মধ্যে ১১২টিতে জয় নিশ্চিত করতে হবে। সে সংখ্যাগরিষ্ঠতা কোনো দল বা জোটই অর্জন করতে পারেনি।

সরকার গঠনের জন্য এখন জোটগুলোকে অন্য দলের সমর্থন জোগাড় করতে হবে। তবে আনোয়ার ইব্রাহিম ও মুহিউদ্দিন ইয়াসিন দু'জনই দাবি করেন- সরকার গঠন করার মতো যথেষ্ট সমর্থন তাঁদের জোটের পক্ষে আছে। তবে কোন কোন দল তাঁদের জোটে যোগ দিচ্ছে, তা স্পষ্ট করে বলেননি তাঁরা। জোট গঠন নিয়ে আলোচনা চলছে।

এদিকে বিশ্ব গণমাধ্যমের কাছে বড় খবর হয়ে এসেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদের করুণ পরাজয়। এ নির্বাচনে নিজের আসনে হেরেছেন তিনি। সঙ্গে জামানতও হারিয়েছেন। মাহাথিরের এমন হারকে 'বিস্ময়কর' বলা হচ্ছে। ৫৩ বছরের মধ্যে এই প্রথম নিজের হার দেখলেন মাহাথির। এই হারের মধ্য দিয়ে তাঁর সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।