নানা চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম। দায়িত্ব নেওয়ার পর প্রথম গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয়ের ওপর তাঁর প্রথম ফোকাস থাকবে। কারণ তিনি একটি মন্থর অর্থনীতি এবং নির্বাচন-পরবর্তী গভীরভাবে বিভক্ত একটি দেশের দায়িত্ব পালন শুরু করছেন। খবর রয়টার্সের।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বিদ্বেষপূর্ণ সমাজ নিরাময়, দুর্নীতি দমন এবং অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে মালয়েশিয়ার সরকার। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকার। তা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের উন্নত জীবন নিশ্চিত করবে।’

একই সঙ্গে আভাস দেন, আরও দুই শরিকের সহযোগিতায় জোট সরকার গঠনে সক্ষম হবে তাঁর রাজনৈতিক দল। তিনি বলেন, ‘বহু বিচার আর বছরের পর বছর কারাবন্দি থাকার পর আজ আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। রাজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।’