- আন্তর্জাতিক
- প্রতিপক্ষের হামলায় ধর্ষণ মামলার সাক্ষী নিহত
প্রতিপক্ষের হামলায় ধর্ষণ মামলার সাক্ষী নিহত

প্রতীকী ছবি
বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে শামীম হাওলাদার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত সাড়ে সাতটায় বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে হামলার শিকার হন শামীম।
নিহত শামীম হাওলাদার বড়বাঁশবাড়িয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি একটি দলবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষী ছিলেন। গত ২৫ জুলাই বাগেরহাট মডেল থানায় মামলাটি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার আসামিদের নিকট আত্মীয় ফিরোজ হাওলাদারসহ কয়েকজন শামীমের ওপর হামলা করে। এতে ফিরোজ গুরুতর আহত হয়। আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শামীমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন