পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ অফিসারসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য।

আজ বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে বালেলী এলাকায় পুলিশের একটি ট্রাকে আত্মঘাতী এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজিপি) গোলাম আজফার মহেসার জানান, পুলিশের ট্রাকের কাছে ঘটা বিস্ফোরণের প্রভাবে নিরাপত্তার জন্য সঙ্গে থাকা পুলিশ ভ্যান ছিটকে খাদে পড়ে যায়। 

তিনি বলেন, মোট তিনটি গাড়িতে বিস্ফোরণের আঘাত লাগে। বিস্ফোরণে ট্রাকটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ২৫ কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বিস্ফোরণে। 

আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।