- আন্তর্জাতিক
- চলমান সংকট উত্তরণে সংবিধান সংস্কার জরুরি
আলোচনা সভায় বিশিষ্টজন
চলমান সংকট উত্তরণে সংবিধান সংস্কার জরুরি

বাংলাদেশের সংকট মূলত সাংবিধানিক। এ সংকট কাটাতে সংবিধান সংস্কার জরুরি। জনগণই ঠিক করবে সংবিধানের কোন অংশ কতটা সংস্কার করতে হবে।
আর রাজী বলেন, বাংলাদেশের সংকট এমন স্তরে উপনীত হয়েছে যে, যার সমাধান কেবল দলবদল বা সরকার বদলের প্রচলিত রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। আবু সাঈদ খান বলেন, সংশোধনীর বেড়াজাল থেকে মুক্ত হওয়া প্রয়োজন। গণ পরিষদ আর জাতীয় সংসদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। বাহাত্তরের সংবিধানের অনেক স্পিরিটের আবেদন এখনও ফুরিয়ে যায়নি।
আসিফ নজরুল বলেন, সংশোধনীগুলোর মাধ্যমে সংকটকে আরও ঘনীভূত করা হয়েছে। তাই অবশ্যই সংবিধান সংস্কার করতে হবে। এর কোনো বিকল্প নেই। হাসনাত কাইয়ুম বলেন, এ মুহূর্তে জনগণকে মুক্তি দিতে হলে সংবিধান সংস্কারের বিকল্প নাই। জনগণের আবেগ অনুভূতি ও মর্যাদাকে ধারণ করে এমন গণতান্ত্রিক শক্তিদের সমন্বয়ে সংবিধানের ক্ষমতাকাঠামোর সংস্কার জরুরি।
শাহদীন মালিক বলেন, সামরিক অভ্যুত্থানের পরে ত্রয়োদশ সংশোধনী দেশকে সবচেয়ে বেশি অস্থিতিশীল করেছে। আমাদের নাগরিক সত্তাকে পুনরুদ্ধার করতে হবে। সাংবিধানিকভাবে যে জমিদারি প্রথা বলবৎ আছে, তা বদলানো জরুরি। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সংবিধান সংশোধন সমগ্র জনগণের বিষয়।
মন্তব্য করুন