যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে আলোচিত বন্দিবিনিময়। বৃহস্পতিবার রাশিয়ায় কারাবন্দি যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তির বিনিময়ে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউটকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র। বাউট যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে ১২ বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। আর গ্রিনার আটক ছিলেন আট মাস ধরে।

বন্দি মুক্তির সংখ্যা মাত্র দু'জন হলেও এর দিকে নজর ছিল গোটা বিশ্বের।
সমঝোতার অংশ হিসেবে গ্রিনারকে মস্কো থেকে এবং বাউটকে ওয়াশিংটন থেকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁরা নিজ নিজ দেশে পৌঁছেছেন।
এদিকে তাঁদের মুক্তির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতা প্রচেষ্টার মধ্য দিয়ে রাশিয়া থেকে গ্রিনারের মুক্তি নিশ্চিত হয়েছে সেটির নেতৃত্ব তাঁরা দিয়েছিলেন।
তবে হোয়াইট হাউস বলেছে, গ্রিনারের মুক্তি নিয়ে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সৌদির কোনো মধ্যস্থতা ছিল না। খবর বিবিসির।