এক সময় ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাঁকে চলতি বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দেওয়ায় মৃত্যুদ দেওয়া হয়েছে দেশটির পেশাদার ফুটবলার আমির নাসর-আজাদানিকে।

প্রতিবেদনে বলা হয়, এক সময় ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাঁকে চলতি বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।

এমন খবরে বিস্মিত ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। সংস্থাটি এক বিবৃতিতে অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির এক টুইটবার্তায় বলা হয়, আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে তাঁর শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

এদিকে ইরানে ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদ দেওয়া হয়েছে। অভিযুক্তরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের একটি আদালত সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদ দিয়েছে বলে দেশটির একজন বিচার বিভাগের কর্মকর্তা বলেছেন। ইরানের বার্তা সংস্থা মিজান বলেছে, আদালতের রায়ে ১৬০ জন দাঙ্গাকারীকে পাঁচ থেকে ১০ বছরের মধ্যে, ৮০ জনকে দুই থেকে পাঁচ বছরের মধ্যে এবং ১৬০ জনকে দুই বছর বা তার কম সময়ের কারাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ৭০ জনকে জরিমানা করা হয়েছে বলে আলী আলকাসিমেহর জানিয়েছেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রদান করা হয়নি।

মূলত দেশে অস্থিরতার জন্য দোষী সাব্যস্ত দ্বিতীয় অভিযুক্তকে ইরানি কর্তৃপক্ষ ফাঁসি দেওয়ার একদিন পর এই ৪০০ জনের বিরুদ্ধে কারাদে র রায় ঘোষণা করা হলো। সোমবার সকালে ইরানের বিচার বিভাগ জানায়, ২৩ বছর বয়সী মাজিদ্রেজা রাহনাভার্ডের মৃত্যুদণ্ড উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জনসমক্ষে কার্যকর করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।