ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম ওই ব্যবস্থা কিয়েভে পাঠানো হলে সেগুলোই মস্কোর হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। দুই মাস ধরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার অর্ধেকই ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় হামলা ঠেকাতে সক্ষম প্যাট্রিয়ট ব্যবস্থা দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আহ্বানে সাড়া দিয়েই এমন সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এটি বাস্তবায়িত হলে প্যাট্রিয়টই হবে ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সূত্র: আলজাজিরা

মার্কিন তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট হলো সবচেয়ে আকর্ষণীয় ঢাল অস্ত্র, যা বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করতে পারে। প্যাট্রিয়ট দেওয়ার পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের উস্কানি হিসেবে দেখছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এটি দেওয়া থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, রুশ নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী ভয়াবহ রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন রুশ নিযুক্ত কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে চালানো ওই হামলা ২০১৪ সালের পর সবচেয়ে বড় বলে দাবি করেছেন ওই অঞ্চালের নিযুক্ত রুশপন্থি মেয়র অ্যালেপি কুলেমজিন। তিনি বলেন, বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক এলাকায় অন্তত ৪০টি রকেট ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ। ২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেনের এ অঞ্চল দখল করে আছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। তাঁদের প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে রাশিয়া। গত সেপ্টেম্বরে বিতর্কিত গণভোটের মাধ্যমে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া চার অঞ্চলের একটি দোনেৎস্ক।

এদিকে, রুশ হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এখানে নিহত হয়েছে দু'জন। খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্তাভ ইয়ানুশেভিচ টেলিগ্রামে বলেছেন, খেরসনের কোরাবেলনি জেলাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

আগামী বছর কিয়েভে নতুন করে হামলা ও রাজধানীটি দখলের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া- এমন সতর্ক করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি।

এদিকে, রুশ হামলার প্রথম ৪১ দিনে ইউক্রেনে ৪৪১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক।

ফের বন্দিবিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন। এই দফায় মার্কিন নাগরিকসহ অর্ধশতাধিক ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানান, এই বিনিময়ে ৬৪ ইউক্রেনীয় সেনা ও ইউক্রেনে বসবাসকারী একজন মার্কিন নাগরিক রয়েছেন। এর আগে গত ৩ নভেম্বর দোনেৎস্কে ১০৭ জন বন্দিবিনিময় করে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে লড়াই চলছে। সেই সঙ্গে রাজধানী কিয়েভ ফের ড্রোন হামলার শিকার হয় দুই দেশ। এমন পরিস্থিতিতে বন্দিবিনিময় হলো।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভে বুধবার ইরানের তৈরি ১৩টি রুশ ড্রোন ভূপাতিত করেছেন তাঁর সেনারা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১৩০টি জেনারেটর ও চারটি এপক্যাভেটর দিয়েছে যুক্তরাষ্ট্র।