- আন্তর্জাতিক
- প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের চেয়ে এগিয়ে ডিস্যান্টিস: জরিপ
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের চেয়ে এগিয়ে ডিস্যান্টিস: জরিপ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। নতুন এক জরিপে সাবেক প্রেসিডেন্টের চেয়ে ২৩ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান
রিপাবলিকান ও দলটির প্রতি সহানুভূতিশীল ভোটারদের পক্ষ থেকে ট্রাম্পের অহংবোধের প্রতি এটাকে বড় আঘাত মনে করা হচ্ছে। ইউএসএ টুডে ও সাফোক ইউনিভার্সিটি এ জরিপ চালায়। মঙ্গলবার এ জরিপের ফল প্রকাশ করা হয়।
তবে মর্নিং কনসাল্টের একই সময় পরিচালিত আরেকটি জরিপে ট্রাম্পের জন্য সুখবর আছে। ওই জরিপে রন ডিস্যান্টিসের চেয়ে তাঁকে ১৮ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে। এ ছাড়া জরিপ-সম্পর্কিত ওয়েবসাইট ফাইভথার্টিএইট এখন পর্যন্ত অধিকাংশ জনমত জরিপে ট্রাম্পকে এগিয়ে রেখেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শেষ হওয়া মধ্যবর্তী নির্বাচনে ৪৪ বছর বয়সী ডিস্যান্টিস রীতিমতো ঝড় তুলেছেন। এতে তিনি রিপাবলিকানদের সবচেয়ে বড় উদীয়মান তারকায় পরিণত হয়েছেন এবং ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছেন।
মন্তব্য করুন