- আন্তর্জাতিক
- হাজারো অসম্পাদিত নথি প্রকাশ হোয়াইট হাউসের
জন এফ কেনেডি হত্যাকাণ্ড
হাজারো অসম্পাদিত নথি প্রকাশ হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ছবি-সংগৃহীত
হোয়াইট হাউস প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার হাজারো নথি পূর্ণাঙ্গভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে। প্রায় ১৩ হাজার ১৭৩টি নথি অনলাইনে প্রকাশ করা হয়েছে।
হোয়াইট হাউস বলছে, সংগ্রহে থাকা নথিপত্রের ৯৭ শতাংশই এখন চাইলেই যে কেউ দেখতে পারবেন। এসব কাগজপত্র থেকে বড় ধরনের কোনো কিছু উদ্ঘাটিত হবে বলে আশা করা হয় না। তবে ইতিহাসবিদরা কথিত গুপ্তঘাতক সম্পর্কে আরও জানতে আগ্রহী। ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাস সফরের সময় কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। ১৯৯২ সালের এক আইন অনুযায়ী, ২০১৭ সালের অক্টোবরের মধ্যে এই গুপ্তহত্যার সব নথি প্রকাশের বাধ্যবাধকতা ছিল।
সবশেষ এই নথি প্রকাশের অনুমোদন দিয়ে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি।
মন্তব্য করুন