- আন্তর্জাতিক
- আস্থা ভোটে হেরে ভেঙে গেল স্লোভাকিয়া সরকার
আস্থা ভোটে হেরে ভেঙে গেল স্লোভাকিয়া সরকার

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগ। ছবি-সংগৃহীত
অবশেষে আস্থা ভোটে হেরে স্লোভাকিয়ার সরকার ভেঙে গেছে। সরকার বাঁচাতে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জোট সরকার। শেষ মুহূর্তে পদত্যাগ করেন অর্থমন্ত্রীও। তবে তাতে শেষ রক্ষা হয়নি।
বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আস্থা ভোট হয় দেশটির পার্লামেন্টে। এতে সরকারের বিরুদ্ধে ভোট বেশি পড়ায় ভেঙে যায় এডুয়ার্ড হেগের জোট সরকার। পার্লামেন্টে ১৫০ জন সদস্যের মধ্যে ৭৮ জন তাঁর বিরুদ্ধে ভোট দেন। ফলে সরকারের প্রতি পার্লামেন্টের অনাস্থা স্পষ্ট হয়ে যায়।
গত বেশ কয়েক মাস ধরে অর্থমন্ত্রী ইগর ম্যাতোভিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আস্থা ভোটে জিততে শেষ মুহূর্তে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এডুয়ার্ড। কিন্তু তাতেও লাভ হয়নি। তাঁর জোট সঙ্গীরাই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবার দেশের প্রেসিডেন্টকে ঠিক করতে হবে তিনি কেয়ারটেকার সরকার তৈরি করে কাজ চালাবেন, নাকি নতুন করে ভোটের ব্যবস্থা করবেন। প্রেসিডেন্ট চাইলে বর্তমান প্রধানমন্ত্রীকেই নতুন করে সরকার গঠনের সুযোগ দিতে পারেন। অথবা, বিভিন্ন দল থেকে নেতাদের নিয়ে তিনি একটি কেয়ারটেকার মন্ত্রিসভা গঠন করতে পারেন। খবর এএফপির।
মন্তব্য করুন