ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করবে বিজেপি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদিকে নিয়ে বিলাওয়াল ভুট্টোর অবমাননাকর বক্তব্যে মানহানিকর হিসেবে উল্লেখ করে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপি। 

আজ শনিবার ভারতের সব রাজ্যের রাজধানী শহরে বিক্ষোভ হওয়ার কথা। বিজেপির নেতাকর্মীরা এসব বিক্ষোভে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করবেন বলেও জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিজেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজেপির বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলার অবনতি থেকে নজর ভিন্ন খাতে প্রবাহিত করতে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে।

বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের প্রতিবাদে দিল্লিতে গতকাল শুক্রবার পাকিস্তানি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন বিজেপি নেতাকর্মীরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ।