- আন্তর্জাতিক
- ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ২

ছবি- রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলীয় স্থানীয় সময় ভোররাত আড়াইটায় ভূমিকম্প অনুভূত হয়। সান ফ্রান্সিসকো শহর থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে হামবোল্ট কাউন্টির উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর প্রায় ৮০টি পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় বহু বাড়ি, রাস্তা ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
মন্তব্য করুন