মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য দ্রুতই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা করবে। এই সহায়তার আওতায় ইউক্রেনের যুদ্ধ বিমানের জন্য প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং প্রিসিয়াস-গাইডেড বোমাও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে এ সহায়তা ঘোষণা করা হতে পারে। 

আজ বুধবার বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওই মার্কিন কর্মকর্তা সামরিক সহায়তা প্যাকেজের বিস্তারিত বিবরণ দিয়েছেন। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ সহায়তা প্যাকেজের আওতায় পেন্টাগন থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়া হবে। আর ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের মাধ্যমে বাকি ৮০ কোটি ডলারের তহবিল দেওয়া হবে। অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য খাতের জন্য ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল দিয়ে থাকে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রগুলোতে প্যাট্রিয়ট কবে নাগাদ পৌঁছাবে, তা অজানা। তবে অত্যাধুনিক প্রযুক্তির এসব যুদ্ধাস্ত্র কীভাবে ব্যবহার করা হয়, তা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে হবে। এ প্রশিক্ষণ শেষ হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। জার্মানির গ্রাফেনওয়ের ট্রেনিং এরিয়াতে এ প্রশিক্ষণ হওয়ার কথা।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন। 

জেলেনস্কি টুইটারে জানান, সফরকালে ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। কংগ্রেসে বক্তব্য রাখবেন। এছাড়া বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি হতে যাচ্ছে জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সফর বা পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জেলেনস্কির সফরকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে সময়সূচিতে পরিবর্তনও আনা হতে পারে।

মঙ্গলবার এক চিঠিতে ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ওই চিঠিতে শুধু লেখেন, গণতন্ত্রের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন।

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করা দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ইউক্রেনকে সামরিকসহ সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে আরও সহায়তা প্রদানের ঘোষণা দেন।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষার জন্য মাসিক খরচ প্রায় ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি আরও তহবিলের জন্য আবেদন করেছেন।