- আন্তর্জাতিক
- ১০ মাস পর ইউক্রেন ছাড়লো তুরস্কের দুই সামরিক বিমান
১০ মাস পর ইউক্রেন ছাড়লো তুরস্কের দুই সামরিক বিমান

১০ মাস আগে যুদ্ধের শুরুর সময় ইউক্রেনে আটকা পড়া তুরস্কের দুই সামরিক বিমান নিরাপদে দেশে ফিরেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিনটিতেই দেশটিতে পৌঁছায় তুরস্কের বিমান বাহিনীর দুটি এয়ারবাস এ৪০০এম সামরিক পরিবহন বিমান।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান এবং দেশটিতে থাকা তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বাহিনীর ব্যবহৃত বিমান দুটি পাঠানো হয়েছিল। কিন্তু যুদ্ধের মধ্যে বিমান চলাচল প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিমান দুটি কিয়েভের বিমানবন্দরে আটকা পড়ে। অবশেষে দীর্ঘ ১০ মাস পর সেগুলো দেশে ফিরলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানিয়েছে, বিমান দুটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইউক্রেন ত্যাগ করে এবং একই দিন সন্ধ্যায় মধ্য তুরস্কের কায়সারির বিমানবন্দরে পৌঁছায়।
মন্তব্য করুন