- আন্তর্জাতিক
- 'আয় আয় সব তাড়াতাড়ি'
'আয় আয় সব তাড়াতাড়ি'

মুহম্মদ জাফর ইকবালের 'রাতুলের রাত রাতুলের দিন' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। এই সিনেমার জন্য গান লিখেছেন তিনি।
'আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি' শিরোনামের গানটি আজ সোমবার প্রকাশ হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সুর-সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী। এতে একসঙ্গে গেয়েছে ১০ শিশুশিল্পী।
২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
মন্তব্য করুন