- আন্তর্জাতিক
- সাবেক পোপ বেনেডিক্ট ‘খুবই অসুস্থ’
সাবেক পোপ বেনেডিক্ট ‘খুবই অসুস্থ’

সাবেক পোপ বেনেডিক্ট। ফাইল ছবি
পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তাঁর পূর্বসুরী পোপ বেনেডিক্ট খুবই অসুস্থ। আজ বুধবার তাঁর শরীরের অবস্থার অবনতি হয়েছে। খবর সিএনএন’র।
৯৫ বছর বয়সি বেনেডিক্ট ৯ বছর আগে ২০১৩ সালে পোপ পদ থেকে ইস্তফা নেন।
ভ্যাটিক্যানে বুধবার উপস্থিত সাধারণ জনতার উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, ‘পোপ এমিরেটাস বেনেডিক্টের জন্য আপনাদের সবার কাছে বিশেষ প্রার্থনা চাইছি। তিনি খুবই অসুস্থ।’
মন্তব্য করুন