ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মেদভেদেভের ভবিষ্যদ্বাণী

গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক

গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক

দিমিত্রি মেদভেদেভ (বাঁয়ে) ও ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৫:৩৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৫:৩৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ শেষে টেসলাপ্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন। এ ছাড়া আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাধবে বলেও পূর্বাভাস করেছেন মেদভেদেভ।

তাঁর এ ভবিষ্যদ্বাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকে সাবেক এ রুশ নেতার গণক হিসেবে আবির্ভাব এবং তাঁর করা ভবিষ্যদ্বাণী নিয়ে কৌতুক করছেন। খবর রয়টার্সের।

পুতিনের পরামর্শদাতা রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পুতিন সে সময় ছিলেন তাঁর প্রধানমন্ত্রী। ক্রেমলিনে তাঁর নিয়ন্ত্রণ দিন দিন আরও পোক্ত হচ্ছে। গত সোমবার তিনি সামরিক খাত দেখভালের দায়িত্বে থাকা পরিষদেও পুতিনের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার নিজের টুইটার ও টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করেন, তাতে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হবে। তবে এরপরই ইউরোপের এই জোট ভেঙে যাবে বলেও ধারণা তাঁর।

তাঁর ভবিষ্যদ্বাণী হলো- তেলের দাম ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছাবে। তাঁর মতে, হাঙ্গেরি ও পোল্যান্ড ইউক্রেনের পশ্চিম অংশ দখল করে নেবে, ইউরোপের ছোটখাটো দেশ নিয়ে জার্মানিতে 'চতুর্থ রাইখের উত্থান' হবে। নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে, বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের।

টেসলাপ্রধান এবং টুইটারের মালিক ইলন মাস্ক পাল্টা টুইটে রুশ নেতার ভবিষ্যদ্বাণীকে 'এপিক থ্রেড' আখ্যা দিয়ে মেদভেদেভের বেশকিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনা করেছেন।

মাস্ক এর আগে ইউক্রেনকে রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ডের স্বীকৃতি দিয়ে শান্তি প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছিলেন। তাঁর ওই অবস্থান মেদভেদেভের প্রশংসাও পেয়েছিল।

আরও পড়ুন

×