ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি। তবে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৯৯ রানে অলআউট হওয়ায় ৩৫ রানের লক্ষ্য পেয়েও ৪ উইকেট জেতে অজিরা। 

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে হারল ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে জিতল ২-০ ব্যবধানে।  

টস জিতে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ১৮৯ রানে অলআউট হয়ে যায়। ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর কাইল ভারায়েনে ৫২ ও মার্কোস জানসেন ৫৯ রান করায় ওই সংগ্রহ দাঁড়ায় প্রোটিয়াদের। বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি।  

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওপেনার ডেভিড ওয়ার্নার ২০০ রানের ইনিংস খেলে আউট হন। স্টিভ স্মিথ ৮৫ রান করেন। ম্যাথু হেড ৫১ রানের ইনিংস খেলেন। ক্যামেরুন গ্রিন ৫১ রান করে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক অ্যালেক্স কেরি ১১১ রানের দারুণ ইনিংস খেলেন। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে ৩৮৬ রানের লিড নেয়। ওই রান চাপায় পড়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয়। টেম্বা বাভুমা ৬৫ রান করেন। ভারানে ৩৩ রানের ইনিংস খেলেন। তিউনিস ডি ব্রুইনি করেন ২৮ রান। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার গ্রিন নেন পাঁচ উইকেট। এছাড়া স্টার্ক নেন দুই উইকেট। দ্বিতীয় ইনিংসে স্পিনার নাথান লায়ন নেন তিন উইকেট। স্কট বোল্যান্ড নেন দুই উইকেট। দক্ষিণ আফ্রিকার নরকিয়া তিনটি এবং রাবাদা নেন দুই উইকেট।