এবার ইরানগামী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: দ্য ইকোনমিক টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫১
এবার ইরানের উদ্দেশে রওনা হওয়া একটি মালবাহী জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় কেউ হতাহত হয়নি তবে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলা শুরুর পর এবারই প্রথম কোনো ইরানগামী জাহাজে হামলা চালাল হুতিরা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্সে জানিয়েছে, 'ইরান সমর্থিত সংগঠন হুতির যোদ্ধারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বাব আল-মানদেবের উদ্দেশে দুইটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে'।
এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র দুইটির লক্ষ্য ছিল মালবাহী জাহাজ এমভি স্টার আইরিস। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও গ্রীক মালিকানাধীন এই জাহাজটি ব্রাজিল থেকে ভুট্টা পরিবহণ করছিল।
সেন্টকমের কর্মকর্তারা জানান, এমভি স্টার আইরিসের গন্তব্য ছিল ইরানের ইমাম খোমেনী বন্দর।
গত নভেম্বর থেকে নিয়মিত লোহিত সাগরে চলাচলরত নৌযানের ওপর হামলা চালিয়ে আসছে ইয়েমেন ভিত্তিক হুতিরা। তাদের লক্ষ্য মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা যুক্তরাজ্য সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ।
- বিষয় :
- ক্ষেপণাস্ত্র হামলা
- ইরান
- হুতি বিদ্রোহী