পাতাল রেলে কিশোর গ্রুপের গুলিতে যুবক নিহত, গুরুতর আহত ৪

নিউইয়র্কের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউয়ের পাতাল রেলস্টেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পাতাল রেলস্টেশনে কিশোর গ্রুপের দুই পক্ষের মধ্যে বিরোধে গুলির ঘটনা ঘটেছে। এতে ৩৪ বছর বয়সী একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে পাঁচজন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর-টাইম ডটকম
নিউইয়র্কের টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার দূরে ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মেট্রোরেল স্টেশনে ট্রেনের ভেতরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটতে পারে। এতে একজন ৩৪ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী একজন মেয়ে ও ১৫ বছর বয়সী ছেলে রয়েছে। এছাড়া ২৮, ২৯ ও ৭১ বছর বয়সী তিনজন রয়েছে। হতাহতদের মধ্যে কেউ কেউ বিবাদে জড়িত ছিল। অন্যরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার সংবাদ সম্মেলনে বলেন, একটি ট্রেনে দুটি গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটেছে। ট্রেনটি স্টেশনে আসার সময় গুলি শুরু হয়। এ সময় প্ল্যাটফর্মে থাকা লোকজন আহত হয়।
প্রসঙ্গত, নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ২০২২ সাল পর্যন্ত ২১২টি ‘নির্বিচার গুলির’ ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় চারজন বা তার বেশি ব্যক্তি আহত বা নিহত হলে এ ঘটনাকে নির্বিচার গুলির ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। তবে এতে হামলাকারী অন্তর্ভুক্ত নয়। ঘন ঘন নির্বিচার গুলির ঘটনার পরও অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইন করতে শক্তিশালী গান লবির কারণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নিউইয়র্ক সিটি