স্বতন্ত্ররা সরকার গঠন করলে সানন্দে বিরোধী বেঞ্চে বসবো: শাহবাজ

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:০২
স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে তবে পিএমএল-এন সানন্দে বিরোধী বেঞ্চে বসবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খবর ডনের
তিনি বলেন, নির্বাচনের পর এখন পরের পর্ব শুরু হয়েছে। এসময় স্বতন্ত্র প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি নিজেদের পিটিআই সমর্থিত বা পিটিআই সমর্থিত নয় বলে...তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তাদের তা করা উচিত। তবে প্রেসিডেন্ট তাদের আমন্ত্রণ জানাবেন না।
এ সময় তিনি আরও বলেন, অ্যাসেম্বলিতে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলে আমরা আনন্দের সঙ্গে বিরোধী বেঞ্চে বসব এবং সাংবিধানিক ভূমিকা পালন করব। আর তারা যদি সরকার গঠন করতে না পারে, তাহলে অবশ্যই অন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী দেবে।
- বিষয় :
- পাকিস্তানের নির্বাচন
- ইমরান খান