ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইরানে একই পরিবারের ১২ জনকে গুলি করে হত্যা

ইরানে একই পরিবারের ১২ জনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:১০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:০৭

ইরানের দক্ষিণাঞ্চলে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক যুবক। খবর: এএফপি’র

পারিবারিক কলহের জের ধরে ফারিয়াব শহরে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি ১২ জন আত্মীয়কে কালাশনিকভ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছেন। কারমান প্রদেশের প্রাদেশিক প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে শনিবার জানায় ইরানের বার্তা সংস্থা আইআরএনএ।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ওই ব্যক্তি নিজেও নিহত হন।

গুলি করে এত বেশি মানুষ হত্যা করার ঘটনা ইরানে বিরল। দেশটির জনসাধারণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি রয়েছে। শুধু শিকারের কাজে জন্য বন্দুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

এ বছর জানুয়ারিতে ওই একই প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে একজন প্রশিক্ষণার্থী গুলি করে অন্তত পাঁচ সেনাকে হত্যা করে পালিয়ে যান।

আরও পড়ুন

×