ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিলেন বাইডেন

ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিলেন বাইডেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৩৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশটির জন্য শীঘ্রই ৬০ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করা হবে। খবর: বিবিসি’র।
এ সহায়তা প্রদানের জন্য মার্কিন কংগ্রেসে একটি চূড়ান্ত ভোটাভুটি হবে, তবে তা পাশ হবে বলে বাইডেন আশা ব্যক্ত করেন। 
এর আগে জেলেনস্কি এক বক্তব্যে বলেন ইউরোপে একটি ভয়াবহ পরিস্থিতির অবতারণা এড়াতে ইউক্রেনের অস্ত্র প্রয়োজন। 
সম্প্রতি পূর্বাঞ্চলীয় আভদিভকা শহর থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করে নেওয়ার পেছনে কংগ্রেসের নিষ্ক্রিয়তাকে দায়ি করা হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় বছর পূর্ণ হবে। এ পটভূমিতে আভদিভকা থেকে ইউক্রেনের পিছু হটাকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে। 
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, কংগ্রেসের নিষ্ক্রিয়তার ফলে ইউক্রেনের সেনারা অস্ত্রের সংকটে পড়ে গোলাবারুদ রেশন করতে বাধ্য হয় এবং আভদিভকা থেকে পিছু হটে।
এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার একটি বিল পাশ হয়, যার মাঝে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা ইউক্রেনকে, তবে তা এখনো হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বিরোধিতার সম্মুখীন। 
এই সহায়তার পক্ষে মত দেওয়ার জন্য মার্কিন নীতিনির্ধারকদের অনুরোধ করেছেন জেলেনস্কি। 
তিনি জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪- এর এক বক্তব্যেও ইউক্রেনকে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। 
ইউক্রেনের মানুষ প্রমাণ করেছে যে আমরা রাশিয়াকে পিছু হঠাতে পারি। আমরা আমাদের হারানো ভুখন্ড ফিরে পেতে সক্ষম, জেলেনস্কি বলেন। 
বর্তমানে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের অন্যান্য মিত্রের ওপর নির্ভরশীল ইউক্রেন। এ যুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পাওয়া সহায়তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন। 
 

আরও পড়ুন

×