- আন্তর্জাতিক
- আমদানি করা গাড়ির দ্বৈত রেজিস্ট্রেশন বাতিল চায় বারভিডা
আমদানি করা গাড়ির দ্বৈত রেজিস্ট্রেশন বাতিল চায় বারভিডা

আমদানি করা গাড়ি- ফাইল ছবি
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানো, আমদানি করা গাড়ির 'দ্বৈত রেজিস্ট্রেশন' প্রথা বাতিল এবং স্বাস্থ্যকর রাজধানীর জন্য ১৫ থেকে ২০ বছরের পুরোনো আনফিট গাড়ি ক্রমান্বয়ে তুলে দিতে বারভিডা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ জানিয়েছে। বারভিডা সভাপতি মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল গত সোমবার বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক প্রজ্ঞাপনে কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা ক্রেতাদের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। বারভিডা এসব ফি যৌক্তিকীকরণের অনুরোধ জানিয়েছে। এ ছাড়া রিকন্ডিশন্ড গাড়ি দেশে আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরে ক্রেতার নামে রেজিস্ট্রেশনের অযৌক্তিক প্রথা বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। জাপানের গাড়ি আমদানিকারক বিভিন্ন দেশে এ প্রথা নেই।
বৈঠকে বারভিডা নেতারা রাজধানীর সার্বিক পরিবেশ উন্নয়নে রাজপথ থেকে ১৫ থেকে ২০ বছরের পুরোনো আনফিট গাড়ি ক্রমান্বয়ে তুলে দেওয়ার অনুরোধ জানান।
বিআরটিএ চেয়ারম্যান বারভিডার বিভিন্ন প্রস্তাব প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের আশ্বাস দেন।
বারভিডা প্রতিনিধি দলে অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি আসলাম সেরনিয়াবাত ও রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম (সম্রাট), আবু হোসেন ভূঁইয়া রানু ও পুনম শারমিন প্রমুখ।
মন্তব্য করুন