গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। টানা ১০ দিন পর এ ভাইরাসে মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় করোনায় আক্রান্ত হিসেবে আরও ২২ জন রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২২ জন রোগী শনাক্ত হয়। এতে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ০ দশমিক ৯৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৫৬ শতাংশ ছিল।

এদিকে ১০ দিন পর একজনের মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪১ জন। আর নতুন রোগীদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।