- আন্তর্জাতিক
- ফোনের স্ক্রিন প্রটেক্টর কিনবেন?
ফোনের স্ক্রিন প্রটেক্টর কিনবেন?

আইফোন হোক কিংবা এন্ট্রি-লেভেলের কোনো স্মার্টফোন- বেশিরভাগ ক্রেতাই সর্বপ্রথম চেয়ে থাকেন ফোনের পর্দার সুরক্ষা। স্মার্টফোনের জন্য একটি ভালো, টেকসই ও নির্ভরযোগ্য স্ট্ক্রিন গার্ড কিনতে বেশিরভাগ সময়ই দ্বিধায় পড়তে হয়। বাজারজুড়ে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্ক্রিন গার্ড বা স্ট্ক্রিন প্রটেক্টর। বর্তমানে বাজারে ক্লিয়ার, অ্যান্টি-গ্লেয়ার এবং প্রাইভেসি স্ট্ক্রিন প্রটেক্টর- এ তিন ধরনের বিশেষ স্ক্রিন প্রটেক্টর পাওয়া যায়। আপনি যদি গোপনীয়তা সম্পর্কে উদ্বিগ্ন হন, প্রাইভেসি স্ট্ক্রিন প্রটেক্টর বেছে নিন। আপনি যদি প্রতিফলন পছন্দ না করেন, তাহলে একটি অ্যান্টি-গ্লেয়ার স্ট্ক্রিন প্রটেক্টর বেছে নিন অথবা আপনি যদি স্ট্ক্রিনের উজ্জ্বলতা এবং রংগুলো নির্ভুল রাখতে চান, তবে একটি ক্লিয়ার স্ট্ক্রিন প্রটেক্টর আপনার ফোনের জন্য নির্বাচন করতে পারেন। আপনি কীভাবে আপনার ফোন ব্যবহার করেন, তার ওপর ভিত্তি করে সঠিক ধরনের স্ট্ক্রিন প্রটেক্টর নির্বাচন করা সব সময়ই গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে, আপনি সঠিক কারণে সঠিক স্ট্ক্রিন প্রটেক্টরটি বাছাই করছেন কিনা।
স্ক্রিন প্রটেক্টরের উপকরণ
বাজারে মূলত দুই ধরনের স্ক্রিন প্রটেক্টর পাওয়া যায়- প্লাস্টিক ও টেম্পারড। প্লাস্টিক স্ক্রিন প্রটেক্টর তুলনামূলক নমনীয় এবং মোটামুটি সুরক্ষা প্রদান করে থাকে। এগুলো টেম্পারড স্ক্রিন প্রটেক্টর থেকে সাশ্রয়ী।
ব্যয়বহুল মানেই ভালো নয়
১০০ টাকা থেকে শুরু করে হাজার কিংবা আরও বেশি মূল্যের স্ক্রিন প্রটেক্টর পাওয়া যায় বাজারে। তবে মনে রাখতে হবে, ব্যয়বহুল মানেই সব সময় ভালো নয়। ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধ ক্ষমতাসহ প্রটেক্টরের বৈশিষ্ট্য ভালোভাবে পর্যবেক্ষণ করুন। তারপর আপনার ফোনের জন্য একটি প্রটেক্টর নির্বাচন করুন।
সামঞ্জস্যপূর্ণ কিনা
স্ক্রিন প্রটেক্টর নির্বাচনের সময় অবশ্যই দেখে নিতে হবে এটি আপনার ফোনের কাভারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। যেন পরে ফোনের কাভার পরিবর্তন করতে না হয়।
অনলাইনে কেনার ক্ষেত্রে সতর্কতা
অনলাইন থেকে কিনতে চাইলে অবশ্যই অন্যান্য ব্যবহারকারীর পর্যালোচনাগুলো দেখে নিন। এতে স্ট্ক্রিন প্রটেক্টরটি আদৌ কার্যকর কিনা বা ফোনের সঙ্গে ঠিকভাবে ফিট হয় কিনা ইত্যাদি নির্ধারণ করতে সহায়তা করবে।
পাঞ্চহোল কাটআউট
স্ট্ক্রিন প্রটেক্টর কেনার সময় খেয়াল রাখতে হবে, এতে সামনের ক্যামেরা ও প্রক্সিমিটি সেন্সরসহ অন্যান্য সেন্সরের জন্য পাঞ্চ-হোল কাটআউট আছে কিনা।
মন্তব্য করুন