দেশে প্রথমবারের মতো বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি এনেছে আউডি বাংলাদেশ। আউডি ই-ট্রন ৫০ কোয়াট্রো মডেলের এ ইলেকট্রিক গাড়ি বিক্রির জন্য ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) ইভি ক্যাটাগরির অধীনে নিবন্ধিত হয়েছে। ফলে এ গাড়ি কিনে ঝামেলা ছাড়াই নিজের নামে নিবন্ধন করা যাবে। গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আউডি ক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে নতুন এ গাড়ি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রন্টার, আউডি বাংলাদেশের চেয়ারম্যান ফুয়াদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান, পরিচালক হাসিব উদ্দিন, প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আউডি ই-ট্রন আউডির মূল ডিএনএ থেকে তৈরি করা প্রথম এসইউভি। গাড়িটি মাত্র ৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি সঞ্চারণে সক্ষম। এটি এক চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারে। এতে দুটি ইলেকট্রিক মোটর আছে, যা ২৩০ কিলোওয়াট শক্তি সৃষ্টি করে। গাড়িটির প্রাথমিক ফিচারগুলোর মধ্যে রয়েছে মেট্রিক্স এলইডি হেডলাইটস, অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০ ইঞ্চি আউডি এলয় হুইলস, প্রাইভেসি প্লাস, প্যানারোমিক প্লাস সানরুফ, ৪ জোন ক্লাইমেট চেঞ্জ কন্ট্রোল এসি, লেদার সিটস, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা প্রভৃতি। দেশে আউডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধি প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। গাড়িটিতে আট বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ দুই বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি থাকছে। চাইলে ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। গাড়িটির দাম ১ কোটি ৫৯ লাখ টাকা।