- আন্তর্জাতিক
- আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিবিএস গ্রুপের চেয়ারম্যান
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিবিএস গ্রুপের চেয়ারম্যান

নোমান হাওলাদারের পক্ষে পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে। ছবি-সমকাল
ভোলার লালমোহনে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি পরিবাটির বসতঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নূরনবীর বসতঘরটি সম্প্রতি আগুনে পুড়ে যায়। সেইসঙ্গে পুড়ে যায় তার কষ্টার্জিত অর্থ ও ঘরের সকল আসবাবপত্র। সহায়-সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে আবু নোমান হাওলাদার পরিবারটির খোঁজ নেন। তাদের নতুন ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেন। বুধবার তার পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল মাস্টার, ফজলুর রহমান ও সাদেক মিস্ত্রি। সহায়তা পেয়ে নূরনবী ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি। তিনি এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।
মন্তব্য করুন