
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট- এনডিএ টানা ৯ বছর ধরে ক্ষমতায়। তার পরও এই মুহূর্তে ভারতের লোকসভা নির্বাচন হলে মধ্য-ডান এবং ডানপন্থি রাজনৈতিক দলগুলোর এই জোট তৃতীয় দফায়ও ক্ষমতায় আসবে। অন্যদিকে, বেশ কিছু আসন বাড়বে প্রধান বিরোধী দল কংগ্রেসের। বিজেপির ভোট কিছুটা কমলেও দেশ পরিচালনায় ক্ষমতাসীন মোদি সরকারের ওপরই আস্থা ৬৭ শতাংশ ভারতীয়র। পণ্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং করোনা মোকাবিলা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও তা এখন কমে এসেছে।
দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে এবং ভারতীয় আন্তর্জাতিক পোলিং এজেন্সি সিভোটারের জরিপে উঠে এসেছে এ তথ্য। গতকাল শুক্রবার জরিপের এই ফল প্রকাশ করে গণমাধ্যমটি। এতে ১ লাখ ৪০ হাজার ৯১৭ জন ভারতীয়র মতামত নেওয়া হয়।
২০২৪ সালের মার্চ কিংবা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে দেশটির লোকসভা নির্বাচন। প্রায় ১৬ মাস আগে জরিপের এমন ফলে খুশি বিরোধী কংগ্রেস শিবির। কারণ, প্রাচীন এই দলটি রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় পাঁচ মাসের টানা ভারত জোড় যাত্রা করে যাচ্ছে।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৩৪০টির বেশি আসন পেয়েছিল। জরিপের ফল বলছে, সেখানে এখন ভোট হলে এনডিএ আসন সংখ্যা নেমে আসতে ২৯৮টিতে। জোটের বাইরে বিজেপির আসনসংখ্যাও অনেকটা কমতে পারে। ওই নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩০২টি আসন। এখন ভোট হলে এনডিএ জোট পেতে পারে ৪৩ শতাংশ ভোট; যা আগের নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে ২ শতাংশ কম।
গত লোকসভায় মধ্য-বাম রাজনৈতিক দলগুলোর জোট ইউপিএ পেয়েছিল ৯০টির কিছু বেশি আসন। এখন ভোট হলে তারা পেতে পারে ১৫৩ আসন। এককভাবে শুধু কংগ্রেসের দখলে যেতে পারে ৯১ আসন। গত নির্বাচনে দলটি জয় পেয়েছিল ৫২টি আসনে। এ ছাড়া কিছুটা বেড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ৩০ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ২৭ শতাংশ।
তবে বিজেপির স্বস্তির খবর, দীর্ঘ ৯ বছর ক্ষমতায় থাকার পরও এখনও জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা বেড়েছে ১১ শতাংশ। আর ২০২২ সালের আগস্টে দেশটিতে মোদি সরকারের ওপর ৩৭ শতাংশ মানুষ অসন্তুষ্ট থাকলেও এখন তা কমে এসেছে ১৮ শতাংশে।
নির্বাচনের আগে বেকারত্ব, মুদ্রাস্ম্ফীতি, সাম্প্রদায়িক অসহিষুষ্ণ পরিস্থিতি কাজে লাগাতে চাইছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এই আন্দোলনে তুরুপের তাস রাহুল গান্ধী। যদিও জরিপের ফল বলছে, দেশের অধিকাংশ মানুষ এখনও রাহুলকে মোদির বিকল্প মনে করছেন না। এখনও ২৮ শতাংশ মানুষ মনে করেন, বিরোধী জোটের নেতা হিসেবে মোদির চ্যালেঞ্জার হতে পারেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর ২০ শতাংশ মানুষ মনে করেন মোদির কঠিন প্রতিপক্ষ হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জরিপ বলছে, উত্তরদাতাদের ২০ শতাংশ মনে করেন ক্ষমতাসীনদের সবচেয়ে বড় অর্জন করোনা মোকাবিলা, ১৪ শতাংশ মনে করেন ৩৭০ ধারা প্রত্যাহার, আর ১২ শতাংশ বলেছেন, রামমন্দির নির্মাণই ছিল মোদি সরকারের সবচেয়ে বড় অর্জন।
অন্যদিকে উত্তরদাতাদের ২৫ শতাংশ মনে করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, ১৭ শতাংশ বিশ্বাস করেন বেকারত্ব এবং করোনা মোকাবিলায় এনডিএ সরকার ব্যর্থ বলে মনে করেন ৮ শতাংশ উত্তরদাতা।
মন্তব্য করুন