কয়েক মিনিটের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়েছে মোট ৩টি বিমান। শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্যপ্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এসইউ-৩০ বিমানে দু’জন পাইলট ছিলেন। আর একজন পাইলট ছিলেন মিরেজ ২০০০ বিমানে। বিধ্বস্ত হওয়ার আগে এসইউ-৩০- এ থাকা দুই পাইলট বের হয়ে যেতে সমর্থ হন। এখন মিরেজ ২০০০-এর পাইলটকে উদ্ধারে অভিযান চলছে।

দু’টি বিমানই গাওয়ালিয়র বিমান ঘাঁটি থেকে অনুশীলনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আছে। মাঝ আকাশে দুই বিমানের মধ্যে মুখোমুখি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা এখন সেটি তদন্ত করা হচ্ছে।

ভরতপুরে দুর্ঘটনা কবলিত বিমান। ছবি-সংগৃহীত

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং টুইটে বলেছেন, ‘মোরোনায় সুখোই-৩০ এবং মিরেজ-২০০০ বিমান বিধ্বস্তের খবরটি অত্যন্ত দুঃখজনক। বিমান বাহিনীর সঙ্গে কাজ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছি আমি।’  

অপরদিকে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে অপর একটি চার্টার্ড বিমান। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে ভেঙে পড়তে দেখেন।

ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, আগ্রা থেকে উড়েছিল বিমানটি। একটি রেলস্টেশনের কাছে তা ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এনডিটিভি।