ভারতের ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাসকে গুলি করেছেন এক পুলিশ কর্মকর্তা। আজ রোববার রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। 

ব্রজরাজনগরেরই গান্ধী চকে এক পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির থেকে নামার সময় তাকে লক্ষ্য করে দুইবার গুলি চালান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস। গুলির পরেই মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ব্রজরাজনগরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ঘটনার পরে জনগণ অভিযুক্তকে আটক করে। তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত পুলিশকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। 

তবে কেন তিনি গুলি চালান তা এখনো জানা যায়নি। এ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মন্ত্রী গাড়ি থেকে নামতেই তার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান গোপাল দাস। 

এ ঘটনায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হাসপাতালে আসেন আহত মন্ত্রীকে দেখতে। তিনি এই হামলার নিন্দা জানান।