- আন্তর্জাতিক
- মোদির তথ্যচিত্র নিষিদ্ধের বিরুদ্ধে করা মামলা আমলে নিলেন আদালত
মোদির তথ্যচিত্র নিষিদ্ধের বিরুদ্ধে করা মামলা আমলে নিলেন আদালত

ছবি: সংগৃহীত
গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসি ‘দ্য মোদি কোশ্চেন’ নামে তথ্যচিত্র প্রকাশ করেছে। তবে তথ্যচিত্রটি প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করে মোদি সরকার ভারতে এটি প্রচারে নিষিদ্ধ করে। বিজেপি সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী এম এল শর্মা। তাঁর করা জনস্বার্থ মামলা শুনতে রাজি হয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের সোমবার এ-সংক্রান্ত মামলাগুলো শুনতে রাজি হয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জে বি পর্দিওয়ালা। খবর: এনডিটিভি’র।
বিষয়টি দ্রুত শোনার জন্য গতকাল এই বেঞ্চে অনুরোধ জানান মামলা দায়ের করা দুই আইনজীবী এম এল শর্মা ও সি ইউ সিং। তাঁদের এ অনুরোধ মেনে আদালত ঠিক করেন, তাঁরা আগামী সোমবার বিষয়টি শুনবেন।
তথ্যচিত্রটি নিষিদ্ধের বিরুদ্ধে আরও কয়েকজন মামলা করেছেন। তাঁরা হলেন প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভুষণ ও তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র।
আইনজীবী সি ইউ সিংহ এ বিষয়ে আদালতে অভিযোগ জানিয়ে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের জরুরি ক্ষমতা প্রয়োগ করে সমাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিবিসির তথ্যচিত্রটি। তথ্যচিত্রটি দেখাতে গিয়ে বাধার মুখে পড়েন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয়েছে। তাঁরা দুই পর্বের তথ্যচিত্রটি দেখুক। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিক।
মন্তব্য করুন