ভারতের দিল্লি ইউনিভার্সিটি তাদের নর্থ ক্যাম্পাসের মোঘল গার্ডেনের নাম পরিবর্তন করে গৌতম বুদ্ধের নামে রেখেছে।

গার্ডেনটির নকশা মোঘল আমলে আদলে নয়, কারণ হিসেবে এমনটি উল্লেখ করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মোঘল গার্ডেনের নামফলক উঠিয়ে ফেলেছে।

এর আগে গত শনিবার ভারতের রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম বদলে অমৃত উদ্যান রাখা হয়। দিল্লি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে রাষ্ট্রপতি ভবনের পরিবর্তনের সঙ্গে তাদের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। ইউনিভার্সিটি কর্তপক্ষ আরও জানায়, গার্ডেন কমিটির সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।