আরও সংকটে পড়েছে ভারতের আদানি গোষ্ঠী। এবার আদানির বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইনের বিরোধিতা করে কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করেছে ৩০ জন চাষী। মঙ্গলবার মামলা গ্রহণ করেন কলকাতা হাইকোর্ট। 

আগামী ৭ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারক রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। 

আদানির বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার সময় কৃষি জমি নষ্টের অভিযোগ তুলেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার চাষীরা। এ নিয়ে গত বছরের জুলাই মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক আম-লিচু বাগানের উপর গিয়ে বিদ্যুতের হাইটেনশ লাইন বাংলাদেশে নিয়ে যাচ্ছে আদানি। এর প্রেক্ষিতে গত বছরের জুলাই মাসে লুৎফর রহমান নামে এক ফল চাষী হাইকোর্টের দারস্থ হন। 

এদিকে ক্ষতিপূরণ না মেলায় আদানি গোষ্ঠী ও রাজ্য সরকারকে অভিযুক্ত করে হাইকোর্টের দারস্থ হয়েছেন ফারাক্কার ৩০ ফল চাষী। তাদের পক্ষে মঙ্গলবার মামলা দায়ের করেন সিনিয়র আইনজীবী ঝুমা সেন। 

এর ফলে আদানির বিদ্যুৎ পাওয়ার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়লো বাংলাদেশের জন্য। 

ফারাক্কার চাষীদের হয়ে মামলা লড়াই করা মানবধিকার সংগঠন এপিডিআরের কর্মী রণজিৎ সুর বলেন, জনস্বার্থে মামলা দায়ের হয়েছে। কারণ গোটা প্রক্রিয়া বেআইনিভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের উপর থেকে আদানি বিদ্যুৎ সঞ্চালন লাইন যাবে কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আদানির কোনও চুক্তি নেই। একইসঙ্গে যাদের জমির উপর থেকে সঞ্চালন লাইন যাচ্ছে তাদের সঙ্গেও কোনও চুক্তি নেই। এমনকি তাদের সম্মতিও নেওয়া হয়নি।