- আন্তর্জাতিক
- ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দর কিনে নিল আদানি গ্রুপ
ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দর কিনে নিল আদানি গ্রুপ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গৌতম আদানি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি- রয়টার্স।
ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দর ১২০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। মঙ্গলবার আনুষ্ঠানিকতা শেষে পোর্টের মালিকানা পায় আদানি। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।
ইসরায়েলের পক্ষ থেকে সই করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গৌতম আদানি উপস্থিত ছিলেন।
গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। তখন দরপত্র জেতে ভারতের আদানি গোষ্ঠী এবং স্থানীয় রাসায়নিক ও রসদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত।
রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে বেসরকারি বিনিয়োগ বাড়াচ্ছে ইসরায়েল। মূলত খরচ হ্রাস এবং জাহাজ আনলোডের সময় কমাতেই তাদের এই পদক্ষেপ।
গৌতম আদানি বলেন, রাতারাতি পুরো হাইফা বন্দরের চেহারা পাল্টে যাবে। আমি জানি অন্যদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তবে আমাদের মূল শক্তি ইসরায়েলিদের বিশ্বাস এবং দেশটির উন্নয়নরেখা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমি মনে করি এটি একটি বিশাল মাইলফলক। আদানির বিনিয়োগে আমরা সত্যি কৃতজ্ঞ। এ ব্যাপারে আরব প্রতিবেশীদের সঙ্গেও আলোচনা চলছে। বন্দরের সাথে সৌদি-জর্ডানের রেল যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করা হলে সবাই উপকার পেত। সরাসরি ইউরোপে পণ্য পৌঁছানো সম্ভব হবে।
মন্তব্য করুন