খরচ কমাতে সাত শতাংশ বা দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল। আর্থিক মন্দার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান শুলম্যান। খবর রয়টার্সের।

বিজ্ঞপ্তিতে ড্যান শুলম্যান বলেন, অর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি খরচ চালাতে আমরা সঠিকভাবে ব্যয় নির্ধারণ করেছি। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের বিশ্ব, গ্রাহক ও প্রতিযোগিতায় সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে মাইক্রোসফট ও গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

বিশ্ববাজারে ক্রমবর্ধমান সুদের হার, মন্দার আশঙ্কা, ডিজিটাল পরিষেবা ও অন্যান্য জ্বালানিযুক্ত চাহিদার পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে অধিকাংশ প্রযুক্তি শিল্প খরচ কমিয়ে দিয়েছে।