- আন্তর্জাতিক
- রাজবাড়ীর সেই সোনিয়া মুক্তি পেয়েছেন
প্রধানমন্ত্রীকে কটূক্তি
রাজবাড়ীর সেই সোনিয়া মুক্তি পেয়েছেন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব সামসুল আরেফিন চৌধুরীর মামলায় গত বছরের ৪ অক্টোবর রাতে সোনিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী খোকন আহমেদের স্ত্রী।
সোনিয়ার আইনজীবী নেকবার মনি জানান, উচ্চ আদালত গত ৩১ অক্টোবর সোনিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করায় তা স্থগিত হয়ে যায়। পরে ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন বহালের আদেশ দেন। জামিনের কাগজপত্র বৃহস্পতিবার কারাগার পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া সোনিয়ার বিরুদ্ধে আরেকটি মামলায় আদালত জামিন দিয়েছেন।
রাজবাড়ী কারাগারের জেলার হুমায়ুন কবীর জানান, সোনিয়ার জামিনের কাগজপত্র পাওয়ার পর তাকে সন্ধ্যার দিকে মুক্তি দেওয়া হয়েছে।সামাজিক কর্মকাণ্ডের জন্য সোনিয়া রাজবাড়ীতে পরিচিত মুখ। ১৩ বছর ধরে রক্ত সংগ্রহে বিশেষ অবদানের জন্য তিনি 'রক্তকন্যা' হিসেবেও পরিচিত। তার গ্রেপ্তারের বিষয়টি ওই সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল জামিনে মুক্তির পর বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন