- আন্তর্জাতিক
- গ্যাস ভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই
গ্যাস ভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্যাস ভর্তি ৫৯৬টি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই হয়েছে। সিলিন্ডারসহ ওই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
গতকাল বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা থেকে ট্রাকটি ছিনতাই হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে বলে জানতে পেরেছি।
গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী মুঠোফোনে সমকালকে জানিয়েছেন, মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌঁছায়। এরপর গাড়িটি পার্কিং করে বাড়িতে যান। এসময় ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে বাজারে প্রবেশ করে। এরপর পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
মন্তব্য করুন