গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার সিদ্ধান্তের যাবতীয় নথি তিন সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের জবাব পাওয়ার পর সেই বিষয়ে আপত্তি বা বক্তব্য জানানোর জন্য সবাইকে আরও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পাঁচ সপ্তাহ পর ওই মামলার পরবর্তী শুনানি। খবর এনডিটিভির।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দ্রেশের এজলাস কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা-সংক্রান্ত সরকারি নথি জমা দেওয়ার নির্দেশ দিয়ে শুক্রবার বলেন, ওই তথ্যচিত্র দেখানোর অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার বিষয়টি তাঁরা বিচারের মধ্যে রাখতে চান না।

মামলাকারীরা তাঁদের আবেদনে বলেন, তথ্যচিত্রটি নিষিদ্ধ করার সব প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ বাতিল করা হোক। কারণ, তথ্যচিত্রে দাঙ্গার বিভিন্ন ভাষ্য দেখানো হয়েছে। সেই সব ভাষ্য দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রাহ্য হতে পারে।

বিবিসির তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন' সম্প্রচারিত হওয়ার পর ভারত সরকার তা দেশে না দেখানোর জন্য ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয়। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দুটি মামলা করা হয়।