- আন্তর্জাতিক
- ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে সিনেটরের সহায়তার আশ্বাস
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে সিনেটরের সহায়তার আশ্বাস

ইউএস ক্যাপিটল হিল কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মার্কিন সিনেটর- সংগৃহীত ছবি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন সিনেটর রজার মার্শাল। কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর রজার মার্শাল শুক্রবার ওয়াশিংটনে ক্যাপিটল হিল অফিসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।
শনিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মার্কিন সিনেটর আশা প্রকাশ করেন, দুই দেশ সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে কাজ করে যাবে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি বিশ্বে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সিনেটর মার্শাল এবং মার্কিন কংগ্রেসের সমর্থন কামনা করেন। তাঁরা উভয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ওপর জোরদারে গুরুত্ব আরোপ করেছেন।
মন্তব্য করুন