রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে জানুয়ারিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত হওয়া দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মরদেহ ফিরে পেয়েছে ইউক্রেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ বলেছেন, ব্রিটিশ স্বেচ্ছাসেবক ক্রিস প্যারি (২৮) ও অ্যান্ড্রু বাগশোর (৪৭) মরদেহ ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের মরদেহ কবে ব্রিটিশ দূতাবাসের কর্মীদের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয় কিছু জানানো হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা জানান, মানবিক উদ্ধারকাজ করার সময় তারা নিহত হয়েছেন।

সর্বশেষ গত ৬ জানুয়ারি ওই দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবককে সোলেদার শহরে যেতে দেখা যায়। অ্যান্ড্রু বাগশোর পরিবার বলছে, এক বৃদ্ধা নারীকে সহায়তা করার সময় তাদের গাড়িতে শেল হামলা হয়।

লবণখনির শহর হিসেবে পরিচিত সোলেদার দখল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলেছে। দীর্ঘ যুদ্ধের পর গত জানুয়ারিতে রাশিয়া দাবি করে, পুরো সোলেদার শহর তারা নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে। তবে কিয়েভ সরকার এ দাবির বিরোধিতা করে।