ভারতে চলতি বছরের শেষ দিকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসবে। তার আগে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ওই লড়াইয়ের স্বাগতিক পাকিস্তান। কিন্তু পাকিস্তান সফরে যেতে চায় না ভারত। 

পাকিস্তানের ব্যবস্থাপনায় আগামী এশিয়া কাপ কোথায় হবে, ওই সিদ্ধান্ত নিতে বাহরাইনে বৈঠকে বসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য বোর্ডের সভাপতিরা। তবে ওই সভায় কোন সিদ্ধান্তে আসতে পারেননি এসিসির কর্মকর্তারা। 

সংবাদ মাধ্যম ক্রিকইনফো দাবি করেছে, পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি সভায় বলে দিয়েছেন, ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। 

ক্রিকইনফো আরও দাবি করেছে, পাকিস্তানের পক্ষ থেকে এসিসির অন্য বোর্ডগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ খেলার বিষয়ে নিজ নিজ দেশের সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে। তবে পিসিবি এক বিবৃতি দিয়ে বিষয়টি নাকচ করেছে। 

বিবৃতিতে পিসিবি বলেছে, সভায় ওমন কোন কথা বলা হয়নি। কারণ এর আগেই শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান পাকিস্তানে সফর করেছে। আইসিসির ঘোষিত নতুন এফটিপিতেও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে। সুতরাং পাকিস্তানে এশিয়া কাপ খেলার বিষয়ে তাদের বাধা থাকার কথা নয়।      

এর আগে একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, ভারত তথা এসিসির সেক্রেটারি জয় শাহ পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল না পাঠানোর অবস্থানেই আছেন। শেষ পর্যন্ত পাকিস্তানে এশিয়ান ক্রিকেটের আসর না বসলে সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশে আসরটি বসতে পারে বলেও অনেক সংবাদ মাধ্যম দাবি করেছে।