কুষ্ঠ রোগে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্যবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ আগামী মঙ্গলবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন তিনি।

ঢাকার জাতিসংঘ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলিস ক্রুজ জানিয়েছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি সম্প্রতি বাংলাদেশবিষয়ক পর্যালোচনায় কুষ্ঠসংক্রান্ত বৈষম্য নিরসনে বেশ কিছু সুপারিশ পেশ করেছে। কুষ্ঠ রোগে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য দূরীকরণে বাংলাদেশ কীভাবে প্রয়াস চালাচ্ছে- তা সফরকালে তিনি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া আরও বেশ কিছু বিষয়ে তাঁর মূল্যায়ন তুলে ধরবেন ক্রুজ।

এ সময় তিনি সরকারের বিভিন্ন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন এবং রোগাক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য এবং তাঁদের প্রতিনিধি সংগঠনগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি নীলফামারী, বগুড়া অঞ্চলসহ ঢাকার বাইরের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন।

সফর শেষে বাংলাদেশের বিস্তারিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন এলিস ক্রুজ। বাংলাদেশ থেকে পাওয়া তথ্য ও সুপারিশসহ সফরের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চলতি বছরের জুনে মানবাধিকার কাউন্সিলের কাছে উপস্থাপন করবেন তিনি।